জামালপুরের বকশিগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নৌকা প্রতিকের বিরুদ্ধে নির্বাচনী প্রচারনার অভিযোগে উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম জুম্মান তালুকদারকে বকশিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতির পদ থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) জেলা ছাত্রলীগের সভাপতি নিহাদুল আলম নিহাদ ও সাধারণ সম্পাদক মাকসুদ বিন জালাল (প্লাবন) স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ দলীয় প্রতীকের বিপক্ষে নির্বাচনী প্রচারনা করার দায়ে বাংলাদেশ ছাত্রলীগ বকশিগঞ্জ উপজেলা শাখার সভাপতি জাহিদুল ইসলাম জুম্মান তালুকদারকে সাময়িক ভাবে বিহিস্কার করা হলো।
কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তা আগামী ৭দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেয়া হলো বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post