সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর- শান্তিগঞ্জ) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নানের সমর্থনে শেষ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ৪ জানুয়ারী বিকেল ৩টায় জগন্নাথপুর পৌর পয়েন্টে আয়োজিত বিশাল জন সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান বলেছেন, শেখ হাসিনা অত্যন্ত সাহসের সঙ্গে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন। তিনি আমাদের দরিদ্র মানুষের জন্য নানা ধরনের ভাতার ব্যবস্থা করেন। গ্রামগঞ্জে অধিক পরিমাণে রাস্তা নির্মাণের পরিকল্পনা হাতে নেন এবং আমাকে সব সময় উৎসাহ দেন বিশেষ করে গ্রামের দিকে নজর দেওয়ার জন্য। জননেত্রী শেখ হাসিনার অনুমোদন নিয়েই বিভিন্ন প্রকল্প নিয়ে এসেছি। এর মধ্যে সর্ববৃহৎ সেতু রানীগঞ্জ সেতু। এই সেতুর ফলে সুনামগঞ্জের হাওর এলাকার মানুষ যাতায়াত করে থাকেন। যার ফলে জগন্নাথপুরের সম্মান ও গুরুত্ব বেড়েছে। আমি শেষ বয়সে রাজনীতিতে এসেছি। সরকারি চাকরি করতাম। আমার জন্ম অত্যন্ত একটি সাধারন পরিবারের হাওর এলাকায়। আমি ঢাকায় বসে আপনাদের দুঃখের কথা বলার সুযোগ আপনারাই করে দিয়েছেন। জগন্নাথপুর-শান্তিগঞ্জ হাওর এলাকার বিষয়গুলো সেখানে তুলে ধরেছি। এই সুযোগ আপনারা আমাকে দিয়েছেন বলে আমি চির কৃতজ্ঞ। তিনি বলেন বয়োজ্যেষ্ঠ নেতা নেতা সিদ্দিক আহমদ সহ এলাকার এবং প্রবাসী নেতৃবৃন্দকে অভিনন্দন জানান। তিনি বলেন এটা আমার শেষ নির্বাচন আমি যদি কারো দুঃখ দিয়ে থাকি আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেষবারের মত আবারো তাকে বিজয়ী করতে সকলের প্রতি আহবান জানান।
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা জননেতা সিদ্দিক আহমদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আজিজুস সামাদ আজাদ ডন। জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু’র পরিচালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাবেক দীর্ঘদিনের সফল সভাপতি নুরুল ইসলাম।
জনসভায় বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক পৌর মেয়র মিজানুর রশীদ ভূইয়া, সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা এডভোকেট সৈয়দ শামীম আহমদ, উপজেলা পরষদের জননন্দিত ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন, মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সুফিয়া খানম সাথী, জগন্নাথপুর পৌরসভার জননন্দিত প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, পৌর কাউন্সিলর শফিকুল হক শফিক, মিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হক শেরিন, রাণীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম, আশারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আইয়ূব খান, প্রবাসী হাসনাত আহমদ চুনু, মান্না রায়, জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ডাঃ আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক হাজি ইকবাল হোসেন ভূইয়া, উপজেলা শ্রমিক লীগের সভাপতি নুরুল হক, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সহ-সভাপতি সাইফুল ইসলাম রিপন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাবিবুর রহমান, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছালিক আহমদ ডন, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফখরুল হোসেন, পাটলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মনু মোহাম্মদ মতছির, মিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল গফুর, পাইলগাও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল তাহিদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল মুকিত, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কল্যাণ কান্তি রায় সানি, সাধারণ সম্পাদক ছাত্রনেতা তাহা আহমদ, সহ-সভাপতি জুনেদ আহমদ প্রমূখ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক সৈয়দ আনোয়ার আলী। পরে পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এর কেক কাটার মধ্য দিয়ে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
এ সময় যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ নেতা সৈয়দ আবুল কাশেম, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি সাদাত মান্নান অভি, সাধারন সম্পাদক হাসনাত হোসেন, উপজেলা আ.লীগের সাবেক সহ-সভাপতি হাজি আবদুল কাইয়ূম মশাহিদ, আওয়ামী লীগ নেতা যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব সিতাব খান, আ.লীগ নেতা যুক্তরাজ্য প্রবাসী আব্দুল আশিক চৌধুরী, যুক্তরাজ্য প্রবাসী আ.লীগ নেতা আংগুর আলী, আ.লীগ নেতা যুক্তরাজ্য প্রবাসী সুহেল কাদির চৌধুরী, উপজেলা আ.লীগের সাবেক যুগ্ম-সম্পাদক লুৎফুর রহমান, সুজিত কুমার রায়, তৌরিছ মাষ্টার, সাবেক সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, সাবেক প্রচার সম্পাদক হাজি আব্দুল জব্বার, সহ-প্রচার সম্পাদক ফিরোজ আলী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা বিজন কুমার দেব, সাবেক সহ-দপ্তর সম্পাদক মাসুম আহমদ, আওয়ামী লীগ নেতা জালাল হোসেন কদ্দুস কামালী, আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমান, আওয়ামী লীগ নেতা যুক্তরাজ্য প্রবাসী ছরফ রাজ জুবের, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা রাজিব আহমদ, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা সামছুদ্দিন কামালী, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন মুন্না, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু তাহের রোহান, সহ- সম্পাদক ফারুক কামাল কামালী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আজির উদ্দিন, যুবলীগ নেতা শামছুজ্জামান রইছ মিয়া, পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতা জাহাঙ্গীর আলম, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম জামাল, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মুহিবুর রহমান রাসেল, সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম উদ্দিন জসিম, জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি হাসান আদিল, ছাত্রলীগ নেতা ইসরাইল আহমদ, ছাত্রলীগ নেতা তুহিনুর রহমান, মাসুম আহমদ সহ দলীয় নেতাকর্মী ও নৌকার সমর্থক হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post