তিন ভাই এক সঙ্গে একটি ছোট টিনের ডিঙি নৌকায় চড়ে মাঠে পটল তুলতে যাচ্ছিলেন। কিন্তু যাওয়ার পথেই নৌকাটি পানিতে ডুবে যায়। দুই ভাই সাঁতরে কিনারে উঠলেও আবু বক্কর প্রামাণিক (৫৮) নামের এক ভাই পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা পদ্মা নদী থেকে আবু বক্করের লাশ উদ্ধার করেন।
মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার কুমারখালীর জগন্নাথপুর ইউনিয়নের হাসিমপুর এলাকার পদ্মা নদীর কোলে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন। নিহত কৃষক উপজেলার সদকী ইউনিয়নের দক্ষিণ রামকৃষ্ণপুর গ্রামের মৃত হাকিম প্রামাণিকের ছেলে ও চার সন্তানের জনক। ডিঙি নৌকার অপর দুইজন হলেন নিহতের বড় ভাই বিল্লাল প্রামাণিক ও কাদের প্রামাণিক। ফায়ার সার্ভিস ও নিহতদের স্বজনরা জানায়, টিনের তৈরি ছোট ডিঙি নৌকায় হাসিমপুর এলাকার পদ্মার কোল দিয়ে তারা তিন ভাই চরে যাচ্ছিলেন নিজ জমির পটল তুলতে।
নদী দিয়ে যাওয়ার সময় পদ্মার কোলের মাঝখানে নৌকাটি কাঁত হয়ে গেলে বড় ভাই বিল্লাল স্প্রে মেশিন ও মোবাইল নিয়ে লাফ দিয়ে সাঁতরে কিনারে চলে যান। কাঁদের নামের আরেক ভাইও সাঁতরে কিনারে উঠে পড়ে। কিন্তু আবু বক্কর প্রামাণিক কোলের পানিতে ডুবে যায়। এর পর দুই ভাই স্থানীয়দের খবর দেন। খবর পেয়ে স্থানীয় কোলের পানিতে ডুব সাঁতার দিয়ে খোঁজাখুজি করে কৃষকের লাশ উদ্বার করে এবং ফায়ার সার্ভিসের সদস্যরা লাশটি পুলিশের কাছে হস্তান্তর করেন।
এবি//দৈনিক দেশতথ্য//অক্টোবর ১১,২০২২//
প্রিন্ট করুন
Discussion about this post