বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ ও সম্পাদক কুষ্টিয়ার উন্নয়নের রুপকার মাহবুবুল হানিফকে নৌকা প্রতীকে ভোট আহবান জানালেন কুষ্টিয়া জেলা জাতীয় শ্রমিকলীগ।
বৃহস্পতিবার দিনব্যাপী শহরের বড়বাজার রেলগেট, ট্রাক ইউনিয়ন কার্যালয়, সোনালী ব্যাংক প্রধান কার্যালয় এবং চৌড়হাঁস ট্রাক্টর লরি শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয়সহ বিভিন্ন এলাকায় নৌকা প্রতীকে ভোট চান তারা।
গণসংযোগে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আমজাদ আলী খান।
তার সঙ্গে ছিলেন হামিদুল ইসলাম যুগ্ম সম্পাদক সহ-সম্পাদক বাদশা আলমগীর, মোঃ সেলিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ ইলিয়াস হোসেন, তরিকুল ইসলাম মিন্টু, শহর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব হোসেন, সহ সমাজ কল্যাণ সম্পাদক খামেনি আহমেদ, জেলা যুব শ্রমিক লীগের যুগ্ম আহ্বায় রবিউল ইসলাম, সদস্য সচিব শরিফুল ইসলাম রিপন প্রমুখ।
জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আমজাদ আলী খান বলেন, জননেতা মাহবুবুল হানিফ এমপি আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা।
তার কল্যাণেই দেশ স্বাধীনের পর এই কুষ্টিয়া জেলায় যে পরিমাণ উন্নয়ন হয়েছে তা আর কোন সরকারের আমলে হয়নি। আসছে আগামী ৭ তারিখ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া জেলার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কুষ্টিয়ার উন্নয়নের রূপকার নৌকা মার্কায় ভোট দিতে উদাত্ত আহ্বান জানান।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২৮ ডিসেম্বর ২০২৩
প্রিন্ট করুন
Discussion about this post