Print Date & Time : 24 August 2025 Sunday 3:11 pm

পটিয়া থেকে চুরি হওয়া অটোরিকশা উদ্ধার, গ্রেফতার ৫

জে. জাহেদ, চট্টগ্রাম প্রতিনিধি :মসজিদের পাশে নিজের নব্বই হাজার টাকা দামের অটোরিকশাটি রেখে এশারের নামাজে গিয়েছিলেন চালক। কিন্তু নামাজ শেষে বাইরে এসে দেখেন তাঁর আয়ের একমাত্র অবলম্বন অটোরিকশাটি আর নেই।

অনেক খোঁজাখুঁজির পর বুঝতে পারলেন তাঁর শেষ সম্পদটি চুরি হয়ে গেছে। এরপর ৭ দিন ডুকরে কাঁদলেন। অবশেষে চালকের কান্না থামিয়ে হাসি ফোটালেন চট্টগ্রাম পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

গত সোমবার রাতে টানা ৯ ঘন্টার অভিযানে কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ও শিকলবাহার বিভিন্ন এলাকা থেকে ৫ চোরচক্রের সদস্যকে গ্রেপ্তার করে চুরি যাওয়া অটো রিকশাটি উদ্ধার করেন পিবিআই মেট্টো।

এমনই ঘটনার শিকার আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের চালিতাতলী ফজর রহমান বাড়ীর আবদুস ছোবহানের ছেলে অটোরিকশা চালক মো. নাছির উদ্দিন (৫০)।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম মেট্টোর ইন্সপেক্টর মর্জিনা আক্তার।

একই বিষয়ে ঘটনার জুরিডেকশন অঞ্চল মতে আনোয়ারা থানায় মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ওসি সোহেল আহাম্মদ।

গ্রেপ্তার আসামিরা হলেন-কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা নাল গণির বাড়ীর (২নং ওয়ার্ড) মৃত আব্দুল মোনাফের ছেলে মো. রুবেল প্রকাশ সিএনজি ড্রাইভার রুবেল (২৫), একই এলাকার রহমান হাজী বাড়ীর মো. আমানের ছেলে মেহেদী হাসান প্রকাশ রিফাত (১৯), মাদ্রাসা পাড়ার নুরুচ্ছাফার বিল্ডিংয়ের ভাড়াটিয়া দিলীপ দাশের ছেলে বিশাল দাশ (১৯), খোয়াজনগর গ্রামের (৪নং ওয়ার্ড) রমিজের বাড়ীর কালা মিয়ার ছেলে আরিফ (২৫) ও শিকলবাহা ইউনিয়নের (৩নং ওয়ার্ড) এখলাস মিয়ার বাড়ীর মৃত নাছির আহাম্মদের ছেলে মোঃ আলমগীর (২৮)।

এরমধ্যে পিবিআই পুলিশের অভিযানের খবর পেয়ে পলাতক রয়েছে চরপাথরঘাটার মো. মুরাদ (২০) ও খোয়াজনগরের ছাবের আহম্মদ (৩৮)।

এ ঘটনায় পরস্পর যোগসাজশে চুরি করে চোরাই পণ্য নিজ হেফাজতে রাখার অপরাধে সাত জনকে আসামি করে মামলা করেন অটোরিকশার মালিক মো. নাছির উদ্দিন।

এ প্রসঙ্গে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহাম্মদ বলেন, ‘পিবিআই পুলিশ ৫ অটোরিকশা চোরকে গ্রেপ্তার করে থানায় পাঠিয়েছেন। এদের বেশির ভাগ কর্ণফুলীর। আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

দৈনিক দেশতথ্য//এইচ//