রাকিবুল ইসলাম তনু,পটুয়াখালী: বরিশালে বাস ভাঙচুরের প্রতিবাদে পটুয়াখালীতে অনির্দিষ্টকালের জন্যে বাস ধর্মঘট শুরু হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) সকাল থেকে এ ধর্মঘটের ডাক দেয় বাস মালিক সমিতি। এতে হাজার হাজার যাত্রী চরম দুর্ভোগে পড়েছেন।
শিহাব নামের এক পর্যটক বলেন, গতকাল খুলনা থেকে কুয়াকাটায় এসেছি। দুদিন থাকার ইচ্ছে ছিল। কিন্তু, রাতে খবর পাই আমাদের এক আত্মীয় অসুস্থ হয়ে পড়েছেন। তাই, সকালে হোটেল থেকে বাসস্ট্যান্ডে এসে দাঁড়িয়েছি। কিন্তু, এখন পর্যন্ত একটি বাসও ছাড়েনি। কাউন্টারে যারা রয়েছেন, তারাও নিশ্চিত বলতে পারছে না কখন বাস ছাড়বে।
অফিসগামী যাত্রী সোহেল মিয়া বলেন, আমার বাড়ি পটুয়াখালীতে। বরিশালে একটি অফিসে চাকরি করি। সকাল থেকে দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকেও বাস না পেয়ে এখন মোটরসাইকেল যাচ্ছি।
পটুয়াখালী বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নাসির খন্দকার বলেন, বাস ভাঙচুরের বিষয়ে মঙ্গলবার বিভাগীয় পর্যায়ের বাস মালিক সমিতির নেতাদের সঙ্গে প্রশাসনের বৈঠক হয়েছে। কিন্তু, কোনো সমাধান হয়নি। তাই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।
এবি//দৈনিক দেশতথ্য //জানুয়ারী ২৯,২০২৫//
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post