রাকিবুল ইসলাম তনু, পটুয়াখালী :পটুয়াখালী সদর থানা পুলিশের অভিযানে ৩৭শ পাঁচ পিস ইয়াবাসহ ৪ জন আটক হয়েছেন।
আটককৃতরা হলেন মোঃ আলমগীর হোসেন (৪৩),মোঃ সবুজ আকন (২৫),মোঃ মহসীন হাং (৫০), সজল চন্দ্র চ্যাটার্জি (৩০)। আটককৃত মোঃ আলমগীর হোসেন ও সজল বরগুনা জেলার আমতলী উপজেলার বাসিন্দা। এছাড়া সবুজ আকন পটুয়াখালী সদর উপজেলার ও মহসিন হাং পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার বাসিন্দা।
উল্লেখ্য আসামাীদের শনিবার ৪ মে বেলা ১১ টায় পটুয়াখালী পৌরসভার ৬ নং ওয়ার্ডের নতুন বাজার এলাকার হোটেল ছোয়া আবাসিক ৬ষ্ঠ তলা থেকে আটক করা হয়।
পটুয়াখালী সদর থানার ওসি জসিম জানান- গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালী পৌর এলাকার ৬ নং ওয়ার্ডের নতুন বাজার সংলগ্ন ছোয়া হোটেলে অভিযান চালায় । অভিযানের এক পর্যায়ে ছোয়া হোটেলের ৬ষ্ঠ তলার উপর পূর্ব পাশের আসামী আলমগীর হোসেনের ভাড়াটিয়া বাসা থেকে ৩৭০৫ পিচ ইয়াবাসহ ৪ জনকে আটক করা হয়। উক্ত আসামীদের মামলা রুজু প্রক্রিয়াধীন।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post