Print Date & Time : 23 August 2025 Saturday 10:52 pm

পটুয়াখালীতে এইচ এস সি পরীক্ষার্থীদের মানববন্ধন

রাকিবুল ইসলাম তনু,পটুয়াখালী: পটুয়াখালীতে ২০২৪ ব্যাচের অনুষ্ঠিত এইচ.এস.সি পরীক্ষা বিষয় সমূহ মূল্যায়ন করে ফল প্রকাশের দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বিভিন্ন কলেজের এইচ.এস.সি পরীক্ষার্থীরা।

শনিবার (১৭ আগস্ট) বেলা ১২টায় শহরের সোনালী ব্যাংক মোড়ে পটুয়াখালী সরকারি কলেজ,সরকারি মহিলা কলেজ, আবদুল করিম মৃধা কলেজসহ জেলার বিভিন্ন কলেজের শতাধিক এইচ.এস.সি পরীক্ষার্থীরা। তারা ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার বাকি বিষয়ের পরীক্ষা বাতিল করে অনুষ্ঠিত পরীক্ষার বিষয় সমূহ মূল্যায়ন করে ফল প্রকাশের দাবি করে শিক্ষার্থীরা বলেন কোটা আন্দোলন ঘিরে দেশব্যাপী সংঘাতে শিক্ষার্থীরা ( এইচএসসি পরীক্ষার্থীরা) গুরুতর আহত হয়ে এখনো বিভিন্ন হাসপাতালে চিকিৎসারত রয়েছে। তাই তাদের সহকর্মীদের এমন অবস্থায় রেখে তারা আগামী এইচ.এস.সি পরীক্ষায় অংশ নেওয়া সম্ভব না বলে জানান

তারা আরও বলেন চলমান পরিস্থিতিতে কয়েকদিন পরীক্ষা পিছিয়ে তাদের জীবন থেকে প্রায় এক বছর চলে গেছে। বাকি পরীক্ষায় অংশ নেয়ার মানসিক অবস্থা তাদের নেই। তাদের দাবি না মানা হলে তাদের আন্দোলন চালিয়ে যাবারও কথা বলেন শিক্ষার্থীরা।