রাকিবুল ইসলাম তনু,পটুয়াখালী: পটুয়াখালীতে চোখ রাঙ্গাচ্ছে ডেঙ্গু। ডেঙ্গু প্রতিরোধ ও জনস্বার্থে পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠী ও বদরপুর ইউনিয়নের মধ্যবর্তী তেলিখালী সরকারি খাল পরিচ্ছন্নতা কর্মসূচী গ্রহণ করা হয়েছে।
শনিবার (২৬ অক্টোবর) সকালে এ কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু হাসনাত মুহাম্মদ আরেফীন।
দক্ষিণ বাংলা সমাজকল্যাণ সংস্থার ভাইস-প্রেসিডেন্ট ও বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মোহনের সভাপতিত্বে এসময় জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার, বাংলাদেশ জামায়তে ইসলামী পটুয়াখালী জেলা আমীর এ্যাড মোঃ নাজমুল আহসান, গণ-অধিকার পরিষদ, পটুয়াখালী জেলা শাখার সদস্য সচিব মোঃ শাহ আলম সিকদার, ইসলামী আন্দোলন বাংলাদেশ, পটুয়াখালী জেলা শাখার জয়েন্ট সেক্রেটারি মাওলানা আবুল বাশার জিহাদীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ভূগর্ভস্থ পানির স্তর দিন দিন নীচে নেমে যাচ্ছে। তাই পানির অভাব পূরণে খাল পুনরুদ্ধার জরুরি। এছাড়া অপরিষ্কার অপরিচ্ছন্ন জায়গা মশা মাছির বাসস্থান। এদের বাসস্থান ধ্বংস করতে খালগুলো পরিষ্কার করার উদ্যোগ নেয়া দরকার।
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post