Print Date & Time : 5 July 2025 Saturday 12:12 pm

পটুয়াখালীতে নির্মানাধীন দেয়াল ভেঙ্গে ২ শ্রমিকের মৃত্যু

রাকিবুল ইসলাম তনু,পটুয়াখালী: পটুয়াখালীর কুয়াকাটায় নির্মানাধীন একটি দোকানের দেয়াল ভেঙ্গে আবু বক্কর (৪২) ও কামাল (৪০) নামের দুই নির্মান শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার(৪নভেম্বর) বেলা ১২ টায় কুয়াকাটা রাখাইন মার্কেট সংলগ্ন কেরানীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত আবু বক্কর পৌর শহরের নবীনপুর এলাকার মৃত আবদুর রহমানের ও কামাল একই এলাকার মৃত হাকিম আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ওই দুই শ্রমিক কেরানীপাড়ার রাখাইন পল্লীর উসে বাবুর দোকানের সাটার লাগাতে আসেন। এসময় পুরনো সাটার খুলতে গিয়ে ওই দোকানের ওয়ালের ভিম ভেঙ্গে তাদের মাথায় পড়ে। এতে ঘটনাস্থলেই তাদের দুইজনের মৃত্যু হয়।

মহিপুর থানার ওসি ওসি তদন্ত মো. নোমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।