রাকিবুল ইসলাম তনু,পটুয়াখালী: ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৪ উপলক্ষে পটুয়াখালী সদর উপজেলা বিএনপির আয়োজনে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ নভেম্বর) সকাল ১০টায় শহীদ আলাউদ্দিন শিশুপার্কে এ জনসমাবেশ অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা বিএনপির সভাপতি কাজী মাহবুব হোসেনর সভাপতিত্বে জনসমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর ও কেন্দ্রীয় ওলামাদলের সাবেক মহাসচিব মাওলানা নেছারুল হক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক আবদুর রশিদ চুন্নু মিয়া, জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংষু সরকার কুট্টি, জেলা বিএনপির সদস্য ও সাবেক পৌর মেয়র মোশতাক আহমেদ পিনু প্রমূখ।
বক্তারা বলেন, গত পনের বছরে পটুয়াখালীর বিএনপির অফিস ১৪বার ভেঙ্গে চুরমার করেছে। অফিসের ফ্যানের পাখা গুলোও চুরি করে নিয়ে গেছে তারা । আমরা রাস্তায় নামতে পারেনি, সন্তানের খোঁজ নিতে পারিনি তারপরেও জেলার মধ্যে ছিলাম কিন্তু দেশ থেকে আমাদের কেউ পালিয়ে যায়নি। অথচ শেখ হাসিনা পালিয়ে গেছে। তার দলের সদস্যদের কথা তিনি চিন্তা করেননি। পটুয়াখালী শান্তির শহর আমরা সম্মিলিত ভাবে এই শহরকে শান্তিপ্রিয় শহর বানিয়ে রাখবো।
সদর উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌর শহরের বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে জনসমাবেশে অংশ নিয়েছেন ।
প্রিন্ট করুন
Discussion about this post