পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নে পদযাত্রার ব্যানারে বিক্ষোভ মিছিল করেছে ইউনিয়ন বিএনপি।
শনিবার (১১ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের বাজার থেকে বিক্ষোভ মিছিলটি করে ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি বাজার থেকে বের হয়ে ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাহের চরে গিয়ে শেষ হয়।
খালেদা জিয়ার মুক্তি ও দেশে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক এ মিছিলে উপস্থিত ছিলেন, বাউফল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সামুয়েল আহমেদ লেলিন, কাছিপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি তৈয়ব আলী সিকদার, সাধারণ সম্পাদক স্বপন হাওলাদার, যুগ্ন সাধারন সম্পাদক সুশীল চন্দ্র দাস সহ ইউনিয়ন যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
এসময় বিএনপির নেতা কর্মীরা সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকে।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য ,১১ ফেব্রুয়ারী ২০২৩
প্রিন্ট করুন
Discussion about this post