Print Date & Time : 6 July 2025 Sunday 7:04 pm

পটুয়াখালীতে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা

রাকিবুল ইসলাম তনু,পটুয়াখালী: “বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ” প্রতিপাদ্যে পটুয়াখালীতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা শুরু হয়েছে।

জেলা প্রশাসন ও উপকূলীয় বন বিভাগ এর যৌথ উদ্যোগে বৃহস্পতিবার (২২আগস্ট) সকাল ১০ টায় পটুয়াখালী সার্কিট হাউস থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়।

ফিতা কেটে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক নূর কুতুবুল আলম। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপকূলীয় বন কর্মকর্তা মোঃ সফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ আবদুস সালাম।

এ সময় জীববৈচিত্র্যের উপর সাধারণ জ্ঞানের ২০ জন বিজয়ীর শিক্ষার্থীদের মধ্যে ওয়াইল্ডলাইফ অলিম্পিয়াড ২৪, পুরস্কার বিতরণ করা হয়।

মেলায় বিভিন্ন ফলদ,বনজ ও ভেষজ গাছের চারার সমারোহ নিয়ে সরকারি-বেসরকারি ৩৫টি স্টল খোলা হয়েছে। আলোচনা শেষে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ।

প্রতিদিন সকাল ১০ থেকে রাত ৮ পর্যন্ত চলবে মেলার কার্যক্রম।