রাকিবুল ইসলাম তনু, পটুয়াখালী : তীব্র তাপদাহে পুড়ছে সমগ্র বাংলাদেশ। হাঁসফাঁস করছে মানুষ। এই তাপদাহ থেকে পরিত্রাণ পেতে বৃষ্টির কামনায় পটুয়াখালীতে বিশেষ ইস্তিকার নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসুল্লিরা।
বৃহস্পতিবার(২৫এপ্রিল) সকাল ৯টায় পটুয়াখালীর ঝাউবন এলাকার প্রধান সড়কের পাশে কেন্দ্রীয় এই বিশেষ নামাজ অনুষ্ঠিত হয়।
ওলামা মাশায়েখ পরিষদের আয়োজনে এ বিশেষ নামাজ অনুষ্ঠিত হয়।
বিশেষ এই নামাজের ইমামতি করেন পটুয়াখালী সরকারি কলেজ মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোতাসিমবিল্লাহ্ জুনায়েদে।
এসময় শতাধিক মুসুল্লিরা নামাজ আদায় করেন। নামাজ শেষে দোয়াতে সৃষ্টিকর্তার নিকট রহমত নাজিলে চোখের পানি ঝড়িয়ে বৃষ্টির জন্য প্রার্থনা করেন মুসুল্লিরা।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post