Print Date & Time : 24 August 2025 Sunday 9:11 pm

পটুয়াখালীতে ভবঘুরেদের খাবার দেন তাঁরা

রাকিবুল ইসলাম তনু, পটুয়াখালী : কুয়াকাটা পৌর এলাকার অলিগলি ঘুরে ঘুরে মানসিক ভারসাম্যহীনদের কাছে খাবার পৌঁছে দিচ্ছে মাতৃভূমি নামের একটি স্বেচ্ছাসেবক সংগঠনের কিছু তরুণরা।

রমজানের শুরুর দিন থেকে শেষের দিন পর্যন্ত চলবে এই কার্যক্রম। পবিত্র রমজান মাসে এসব মানুষের মুখে খাবার তুলে দিতে পেরে নিজেদের গর্বিত মনে করছেন জন্মভূমি সংগঠনের এ সকল তরুণরা। প্রত্যেকদিন দুই বেলা করে ভবঘুরে মানসিক ভারসাম্যহীন মানুষদের খাবারের ব্যবস্থা করা হচ্ছে এ সংগঠনের পক্ষ থেকে। একেক দিন এক এক ধরনের উন্নত মানের খাবার প্রদান করা হচ্ছে নিঃস্ব এ সকল মানুষদের মাঝে। স্থানীয় হোটেল রেস্তোর কর্তৃপক্ষের ও জন্মভূমি সংগঠনের তরুণরাই মানসিক ভারসাম্যহীন মানুষদের খাবারের জন্য দিচ্ছেন অর্থের যোগান।

স্বেচ্ছাসেবক সংগঠন জন্মভূমির সদস্য আবুল বাশার রাজু বলেন, আমরা বিভিন্ন জায়গা থেকে মানসিক ভারসাম্যহীনদের খাবারের অর্থ যোগান দিয়ে থাকি, এরপরে নিজেরা রান্না করে কেউ পায়ে হেঁটে বা মোটরসাইকেলে তাদের কাছে খাবার পৌঁছে দিয়ে আসি। এ কাজে গিয়ে আমরা মাঝেমধ্যেই মানসিক ভারসাম্যহীনদের হাতে হেনস্থা হই। তবুও এ সকল মানুষদের পাশে থাকতে পেরে আমরা নিজেদেরকে গর্বিত মনে করছি।

জন্মভূমি সংগঠনের সভাপতি কে এম বাচ্চু বলেন, কুয়াকাটায় ভবঘুরে মানসিক ভারসাম্যহীন মানুষদের আমরা খাবারের ব্যবস্থা ও চিকিৎসা সেবাটা দিয়ে আসছি। করোনা কালীন সময়ে আমাদের সংগঠনে ২০ থেকে ৩০ জন সদস্য প্রায় ছয় মাস এসকল মানুষদের খাবারের ব্যবস্থা করেছি। এছাড়াও পবিত্র রমজান মাসে কুয়াকাটার আবাসিক হোটেল রেস্টুরেন্ট গুলো বন্ধ থাকায় এ সময় এসব মানুষদের খাবারের ব্যবস্থাটা বন্ধ থাকে। তাই আমরা প্রতিবছর এই সময়ে তাদের খাবার ব্যবস্থা করে থাকি। আমরা নিজেরাই বাজার করি নিজেরা রান্না করি নিজেরা প্যাকিং করি। এরপরে কুয়াকাটা সৈকত থেকে শুরু করে কুয়াকাটা বিভিন্ন স্থান ঘুরে এ সকল মানুষদের কাছে খাবার পৌঁছে দেই। আমাদের সংগঠনে শিক্ষার্থী রয়েছে, ব্যবসায়ী রয়েছে। এছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আমাদেরকে সহযোগিতা করে থাকে।

পটুয়াখালী কুয়াকাটার পৌর মেয়র আনোয়ার হাওলাদার বলেন, দেশের উত্তরাঞ্চল সহ বিভিন্ন জায়গা থেকে কুয়াকাটাতে চলে আসে অনেক ভবঘুরে মানুষ। এরাও আমাদের মত মানুষ। আর এদের চিকিৎসার জন্য ঔষধ খাবারের ব্যবস্থা সহ এদের ভালো রাখতে বিভিন্ন সময় বিভিন্ন কাজ করে থাকে আমাদের এলাকার কিছু তরুণদের সংগঠন জন্মভূমি। আসলে এরাও আমাদের মত মানুষ এরাও সৃষ্টির সেরা জীব। আমিও চেষ্টা করি এই জন্মভূমি সংগঠনের পাশে থেকে তাদের কিছু সাহায্য সহযোগিতা করার।

দৈনিক দেশতথ্য//এইচ//