Print Date & Time : 25 August 2025 Monday 2:27 am

পটুয়াখালীতে স্বামী-স্ত্রীর অর্ধগলিত লাশ উদ্ধার

রাকিবুল ইসলাম তনু,পটুয়াখালী: পটুয়াখালীতে স্বামী ও স্ত্রীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৪জুলাই) বিকেলে সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দক্ষিন বহালগাছিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। মৃত আলহাজ্ব আশরাফ আলী (৮৫) কলাপাড়ার খেপুপাড়া সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন ও স্ত্রী লাইলী বেগম (৭০) গৃহিণী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আশরাফ আলীর বড় ছেলে হিমু চাকুরির সুবাদে ঢাকায় থাকেন। গত তিনদিন যাবত তাদের মুঠোফোনে না পেয়ে প্রতিবেশিদের সঙ্গে যোগাযোগ করেন। পরে বাড়ির প্রধান গেট ভিতর থেকে বন্ধ থাকায় প্রতিবেশিরা দেয়াল টপকে ভিতরে প্রবেশ করে।পরে তাদের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

নিহত আশরাফ আলীর চাচাতো ভাই মজিবুর রহমান বাবুল জানান, তাদের মরদেহ থেকে দুর্গন্ধ বের হচ্ছিল ধারণা করা হচ্ছে দু‘একদিন আগেই তাদের মৃত্যু হয়েছে।

পটুয়াখালী পুলিশ সুপার আবদুস সালাম জানান, এ দম্পত্তির মৃত্যুর রহস্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে।

দৈনিক দেশতথ্য//এইচ//