পটুয়াখালী, প্রতিনিধিঃ পটুয়াখালীর বদরপুর ইউনিয়নে সহিদুল ইসলাম মৃধা হত্যা কাণ্ডের ১৬ আসামিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার(১৯সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জেলা দায়রা জজ আদালতের বিচারক একেএম এনামুল করিম।
এসময় বিচারক হত্যা মামলার প্রধান আসামি সোহরাব সিকদার (৫০), আঃ রহমান সিকদার (৩০), আমিরুল সিকদার (২০), মুছা সিকদার (২৫), রাসেল সিকদার (১৮), আবু বক্কর সিকদার (২০), মোঃ ছত্তার সিকদার (৫৫), জাকির সিকদার (৩০), মোঃ হানিফ সিকদার (১৮), সেলিম সিকদার (৩৭), জালাল সিকদার (৩০), জাকির হোসেন (৩০), মামুন সিকদার(৩০) ইউসুফ সিকদার(৪২), সানু সিকদার(৪০) ও মাসুদ মৃধা(৫৫) কে যাবজ্জীবন স্ব-শ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া মৃত সহিদুল ইসলাম মৃধার একই নামের এক আসামি সহিদুল ইসলাম মৃধাকে খালাস দেয় আদালত।
প্রসঙ্গত, গত ২০১১ সালে বদরপুর ইউপি নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন শেষে দুই সদস্য পদপ্রার্থী সমর্থকদের মধ্যের সংঘর্ষ সহিদুল ইসলাম নামের এক ব্যক্তি নিহত হয়। এরপরে মৃত সহিদুলের পিতা ২০ জনকে অভিযুক্ত করে পটুয়াখালী সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরমধ্যে সোহেল হাওলাদার(২৪), সাগর(২৫) ও নঈমূল হক টুকু(৩২) কে পুলিশ তদন্তে অব্যাহতি প্রদান করা হয়।
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post