রাকিবুল ইসলাম তনু, পটুয়াখালী: কোটা সংস্কার আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে নিহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হৃদয় চন্দ্র তরুয়ার (২২) বাবা মাকে সমবেদনা জানালেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা ।
আজ বুধবার বিকেল ৩ টার দিকে পটুয়াখালী শহরের মুন্সেফপাড়া এলাকায় হৃদয়দের ভাড়া বাসায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত হয়ে পরিবারটিকে সমবেদনা জানান।
শিক্ষকরা হৃদয়ের বাবা-মাকে শান্তনা দেন এবং সকল সময় তাদের পাশে থাকার কথা বলেন। এসময় শিক্ষকরা হৃদয়ের বাবা-মার হাতে একটি চেক তুলে দেন।এছাড়াও হৃদয়ের বোনের জন্য পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একটি চাকরির ব্যবস্থা করে দেওয়ারও আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মো: হেমায়েত জাহান। ছাত্র উপদেষ্টা, প্রফেসর ড. মো: জিল্লুর রহমান।প্রক্টর, প্রফেসর আবুল বাশার খান।ডিন পিজিএস, প্রফেসর ড. আতিকুর রহমান।প্রফেসর মো: জামাল হোসেন, প্রফেসর ড. মো: মাসুদুর রহমান।
প্রফেসর ড.জাহাঙ্গীর কবীর,প্রফেসর ড. মামুনুর রশীদ, প্রফেসর ড. মো: সাইফুল ইসলাম, ছাত্র ছাত্রী সমন্বয়ক প্রতিনিধি, ডেপুটি রেজিস্ট্রার ড. মো: আমিনুল ইসলাম।ড. এবিএম সাইফুল ইসলাম, প্রফেসর ড. মো: আব্দুল মালেক, প্রফেসর ড. আবু ইউসুফ,প্রফেসর ড. নেছার উদ্দিন, ব্যাবসায় প্রশাসন অনুষদ সাব্বির হোসেন প্রমুখ।
আতিকুর রহমান (পরিচালক রিসার্চ এন্ড ট্রেনিং সেন্টার) বলেন কেউ জেন হৃদয় এর রক্ত বৃথা যেতে না দেয় সে দিকে সবার সোচ্চার হতে হবে।
স্বর্না ইসলাম নাইমা (আইন ও ভূমি) তৃতীয় বর্ষর ছাত্রী বলেন হৃদয় তারুয়ার অট্টঠাসি আমাদের মাঝে থাকবে চির অমলিন।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১৪ আগষ্ট ২০২৪

Discussion about this post