প্রেসবিজ্ঞপ্তি:‘জানবো জানাবো, দুর্নীতি রুখবো’ এই শোগানকে সামনে রেখে সচেতন নাগরিক কমিটি (সনাক) পটুয়াখালীর আয়োজনে পটুয়াখালীর ডিসি স্কয়ার এ ১১ ও ১২ ডিসেম্বর দুুই দিনব্যাপী তথ্যমেলা আয়োজন করা হয়েছে।
আগামিকাল ১১ ডিসেম্বর বুধবার সকাল ৯ টায় তথ্যমেলা উদ্বোধন করা হবে।
উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আবু হাসনাত মোহাম্মদ আরেফীন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, পটুয়াখালী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন, মো: আনোয়ার জাহিদ, পুলিশ সুপার, পটুয়াখালী, জনাব ডা: এস. এম. কবির হাসান, সিভিল সার্জন, পটুয়াখালী, প্রফেসর মো: নুরুল আমীন, অধ্যক্ষ, পটুয়াখালী সরকারি কলেজ, পটুয়াখালী, প্রফেসর মো: মোদাচ্ছের বিল্লাহ, অধ্যক্ষ, সরকারি মহিলা কলেজ, পটুয়াখালী। সভায় সভাপতিত্ব করবেন যাদব সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক, পটুয়াখালী।
এছাড়া ১২ ডিসেম্বর ২০২৪ সমাপনী দিনে সন্ধ্যা ৬ টায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, মোহাম্মদ তারেক হাওলাদার, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, পটুয়াখালী।
বিশেষ অতিথি হিসেবে সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখবেন ,অনিমেষ কান্তি হাওলাদার, উপপরিচালক, জেলা তথ্য অফিস, পটুয়াখালী, মুহা: মুজিবুর রহমান, জেলা শিক্ষা অফিসার, পটুয়াখালী।
সভায় সভাপতিত্ব করবেন জনাব ইফফাত আরা জামান উর্মি, উপজেলা নির্বাহী অফিসার, পটুয়াখালী সদর উপজেলা, পটুয়াখালী। এবারের তথ্য মেলায় ৩৬টি সরকারি ও ৬ টি বেসরকারি প্রতিষ্ঠানসহ মোট ৪২টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে।

Discussion about this post