Print Date & Time : 23 August 2025 Saturday 5:47 pm

পটুয়াখালীতে ২৬ হাজার ক্যান বিয়ারসহ গ্রেফতার ৩

রাকিবুল ইসলাম তনু,পটুয়াখালী:

পটুয়াখালীতে কভার্ড ভ্যান ভর্তি ২৬ হাজার ৮৮০ ক্যান বিয়ার আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শুক্রবার(২৮জুন) ভোর ৪টায় পটুয়াখালী ব্রিজের টোল প্লাজা সংলগ্ন সড়কে থেকে কভার্ড ভ্যান ভর্তি বিয়ার আটক করা হয়।

এসময় কলাপাড়া উপজেলার ধানখালি ইউনিয়নের মোঃ রফিকুল ইসলামের ছেলে বশিরুল ইসলাম(২৮), একই উপজেলার নাচনাপাড়া এলাকার রফিক হাওলাদারের ছেলে মেহেদী হাসান রাব্বী(২৩) ও কাভার্ড ভ্যান চালক বরিশাল জেলার কাউয়ানিয়া থানার মোঃ হারুন মুন্সির ছেলে মোঃ রুবেল মুন্সি (৩৩) কে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পটুয়াখালীর সদস্যরা।

পটুয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মোঃ এনায়েত হোসেন জানান, গোপন খবর পেয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা পটুয়াখালী ব্রিজ সংলগ্ন এলাকায় গিয়ে কভার্ড ভ্যানটি চ্যালেঞ্জ করে। পরে ভ্যানটি তল্লাশি করে বিপুল পরিমাণ এসব মাদক উদ্ধার করা হয়। গাড়িটি কলাপাড়ার ধানখালী ইউনিয়নের তাপবিদ্যুৎ কেন্দ্র এলাকা থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছিল।
এ ঘটনায় জড়িত তিনজনের বিরুদ্ধে পটুয়াখালী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ সনের ৩৬(১) এর সারনির ক্রমিক নং-২৪( গ)(৪১) একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনার সাথে অন্য কেউ জড়িত আছে কিনা সে বিষয়ে তদন্ত করা হচ্ছে।

দৈনিক দেশতথ্য//এইচ//