Print Date & Time : 21 August 2025 Thursday 8:54 pm

পটুয়াখালী পৌর মাছ বাজার ঘাট ১৬ বছর পর উদ্ধার

রাকিবুল ইসলাম তনু,পটুয়াখালী: ১৬ বছর পরে পটুয়াখালী পৌর মাছ বাজারের ঘাটটি উদ্ধার করলো পৌর কতৃপক্ষ।
এতে পৌর মাছ বাজার ব্যবসায়ীদের মধ্যে আনন্দ বিরাজ করছে।

গত ২০ ডিসেম্বর ঘাটটিতে থাকা দোকানটি ভেঙে উদ্ধার করে পৌর কতৃপক্ষ।

নিউ মার্কেট ক্ষুদ্র মৎস্য কার্যনির্বাহী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোঃ মনির হাওলাদার বলেন, দীর্ঘ ১৬ বছর ধরে আওয়ামী লীগের স্থানীয় কিছু নেতা এই ঘাটকে দখল করে বিভিন্ন অপকর্ম করেছে। এখানে প্রতিদিন মদ ও জুয়ার আসর বসাতো আওয়ামী লীগের লোকজন। তবে পৌর কর্তৃপক্ষ এবার তাদের লোকজন পাঠিয়ে মাছের ঘাটটি উদ্ধার করেছে। আসলে এই ঘাটটি এতোদিন বন্ধ থাকায় অন্য দিক দিয়ে মাছ ব্যবসায়ীরা মাছ পৌর মার্কেটের মধ্যে প্রবেশ করাতো। যার কারনে মাছের দাম বেশি ছিলো। তবে এখন সবার আগে ঘাটটি সংস্কারের দাবি জানান সাধারণ মাছ ব্যবসায়ীরা। যাতে সরাসরি এখানে মাছের ট্রলার আসতে পারে এবং মাছ নামাতে সুবিধা হবে।

এসময় নিউ মার্কেট ক্ষুদ্র মৎস্য কার্যনির্বাহী সমবায় সমিতির সভাপতি মোঃ আব্দুল মন্নান ফকির, সাধারণ সম্পাদক মোঃ মনির হাওলাদার, ক্যাসিয়ার মোঃ শামীম মৃধাসহ সাধারণ মাছ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।