Print Date & Time : 23 August 2025 Saturday 4:28 am

পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি জাফর খান আর নেই

রাকিবুল ইসলাম তনু,পটুয়াখালী: পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি দৈনিক যুগান্তর পত্রিকার জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক আলহাজ্ব মোঃ জাফর খান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি দীর্ঘদিন ডায়াবেটিস রোগে ভুগছিলেন। আজ শুক্রবার দুপুরে বরিশাল মমতা ক্লিনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি ১ ছেলে ও ২ মেয়েসহ বহু আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

আজ শুক্রবার রাত ৯ টায় চরপাড়া জেলা ঈদগাহ ময়দানে তার জানাজা নামাজ শেষে পৌর মুসলিম গোরস্থানে তাকে দাফন করা হবে। তার মৃত্যুতে পটুয়াখালী প্রেসক্লাবের সাধারন সম্পাদক জাকারিয়া হৃদয়সহ সকল সাংবাদিক গভীর শোকপ্রকাশ করে তার রূহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।