Print Date & Time : 25 August 2025 Monday 4:24 pm

পটুয়াখালী মেডিকেল কলেজের ১০ বছর পূর্তি উৎসব উদযাপিত

রাকিবুল ইসলাম তনু, পটুয়াখালী : নানা কর্মসূচির মধ্য দিয়ে পটুয়াখালী মেডিকেল কলেজের ১০ বছর পূর্তি উৎসব উদযাপিত হয়েছে।

বুধবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় পটুয়াখালী মেডিকেল কলেজ প্রাঙ্গনে পতাকা উত্তোলন ও কেক কাটা দিনটির শুভ সূচনা করা হয় পরে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে বর্নাঢ্য র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র‌্যালীটি একই স্থানে এসে শেষ হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পটুয়াখালী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার মনিরুজ্জামান শাহীন, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে তত্ত্বাবধায়ক দিলরুবা ইয়াসমিন লিজা,বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) পটুয়াখালী জেলার সাধারণ সম্পাদক ও সাবেক পটুয়াখালী পৌরসভার মেয়র ডাঃ শফিকুল ইসলাম, ডাক্তার ওয়াহিদুজ্জামান শামীমসহ মেডিকেল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।

দৈনিক দেশতথ্য//এইচ//