পটুয়াখালীর বাউফলে জমি নিয়ে বিরোধের জেরে চাচার হাতে ভাতিজা মোঃ আলামিন মৃধা (৩৫) খুন হয়েছেন।
শনিবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বাউফল উপজেলার আদাবাড়ীয়া ইউনিয়নের দক্ষিন মাধবপুর গ্রমের হাতেম মৃধার বাড়ির সামনে এ হত্যা কান্ডের ঘটনাটি ঘটেছে।
আলামিন বাউফল উপজেলার আদাবাড়ীয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড দক্ষিন মাধবপুর গ্রামের মোঃ শানু মৃধার ছেলে।
স্থানীয় সূত্রে জানাগেছে,ঘটনার দিন শনিবার (২ সেপ্টেম্বর) সন্ধা ৭টার দিকে আলামিন মিলঘর বাজার থেকে বাড়ী যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে হাতেম মৃধার বাড়ীর সামনে পৌছালে তার গতিরোধ করে কয়েকজন যুবক আমামিনকে এলোপাতাড়ি ভাবে পিটিয়ে ও বাম পাজরে চাকু ঢুকিয়ে আহত করে। পরে আলামিনের ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে পটুয়াখালী সদর হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।
আলামিনের পরিবারের দাবি জমি নিয়ে বিরোধের সূত্রধরে একই বাড়ির তার আপন চাচা মোতালেব মৃধা ও চাচাতো ভাই মোঃ জাফরের নেতৃত্বে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
দৈনিক দেশতথ্য//এইচ/

Discussion about this post