পটুয়াখালীর পায়রা বন্দরের সীমানা গাইড ওয়াল নির্মানধীন কাজ শেষ হতে না হতেই হেলে পড়েছে পায়রা বন্দরের ১০০ ফুট দৈর্ঘ্যরে একটি সীমানা গাইড ওয়াল।
এসময় আরো ক্ষতিগ্রস্থ হয়েছে একটি ১০০ ফুট দৈর্ঘ্যরে গাইড ওয়াল। মঙ্গলবার সন্ধ্যায় বন্দরের কোয়াটার সংলগ্ন উত্তর পাশের ওই গাইড ওয়ালটি খালের দিকে হেলে পড়ে। বর্তমানে বালু সরে গিয়ে ঝুঁকিতে রয়েছে পুরো প্রায় ৩ হাজার ফুটের ওই গাইড ওয়াল।
পায়রা বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, এবিএম ওয়াটার কোম্পানী নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান সীমানা গাইড ওয়াল ও সাইড ডেভেলপমেন্টের কাজ পায়। এ কাজের চুক্তিমূল্য নির্ধান করা হয় ১১ কোটি টাকা। গত বছর এ কাজটি শুরু করে ওই ঠিকাদারী প্রতিষ্ঠান। দুই তৃতীয়াংশ কাজ শেষ হওয়ার পর মঙ্গলবার ওই গাইড ওয়ালটি উত্তর দিকে হেলে পড়ে। এতে বর্তমানে চাপা ক্ষোভ বিরাজ করছে এলাকাবাসী ও বন্দর কর্মকর্তাদের মধ্যে।
নাম প্রকাশ না করার শর্তে ওই এলাকার এক বাসিন্দা বলেন, বন্দরের এই গাইড ওয়ালের কাজটি একেবারে নাজুক হয়েছে। যে কোন সময় পুরো গাইড ওয়াল ভেঙে খালের মধ্যে পড়ে যেতে পারে। এ কাজে ব্যাপক দুর্নীতি হয়েছে।
ঠিকাদারী প্রতিষ্ঠান এবিএম ওয়াটার কোম্পানীর ম্যানেজার পারভেজকে একাধিক বার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও ব্যার্থ ।
পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপ-পরিচালক ও মিডিয়া ইউংস আজিজুর রহমান বলেন, এবিষয়ে আসলে আমার কিছু জানা নেই। আপনার মাধ্যমেই প্রথম শুনলাম। আমরা এখন পর্যন্ত কাজটি বুঝে নেইনি। যদি গাইড ওয়ালটি হেলে গিয়ে থাকে তাহলে তারা তা ভেঙ্গে নতুন করে করে দিবে।
এ বিষয়টি বন্দর চেয়ারম্যানকে অবহিত করা হইবে।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১ ফেব্রুয়ারি ২০২৩
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post