রাকিবুল ইসলাম তনু, পটুয়াখালী :
পটুয়াখালীতে বৃষ্টি রেকর্ড করা হয়েছে গত ২৪ ঘণ্টায় ১৪০ মিলিমিটার । উপকূলীয় এলাকা গুলোতে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কায় পায়রা ও সমুদ্র বন্দর গুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
গতকাল শনিবার সকাল ৬টা থেকে রোববার (৬ আগস্ট) সকাল ৬টা পর্যন্ত পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় ১৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে আবহাওয়া অফিস জানায় । বৃষ্টির কারণে চরম ভোগান্তিতে আছে নিম্ন আয়ের খেটে খাওয়া সকল শ্রেনী পেশার মানুষ । বিভিন্ন নিচু স্থানে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। তলিয়ে গেছে অসংখ্য মাছের ঘের ও পুকুর।
এদিকে, সক্রিয় মৌসমুী বায়ুর প্রভাবে বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে নদ-নদীর পানির উচ্চতা কিছুটা বৃদ্ধি পেয়েছে। বাতাসের চাপও অনেকটা বেড়েছে । বেশ উত্তাল হয়ে উঠেছে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর । এ কারণে মাছধরা ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
কলাপাড়া পৌর শহরের ভ্যানচালক আফাজ মিয়া জানান, শুক্রবার থেকেই বৃষ্টি পড়ছে। তাই বাজারে মানুষের আনাগোনা কম। এ কারণে আয়ও কম।
টিয়াখালী ইউনিয়নের বাদুরতলী এলাকার জাহাঙ্গীর মিয়া জানান , একটানা বৃষ্টিতে। আমার পুকুরসহ অনেকের মাছের ঘের তলিয়ে গেছে।
পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী জানান, এ বৃষ্টি আরও ৭২ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে উপকূলীয় এলাকায় মেঘের গর্জন বাড়তে পারে এবং ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
দৈনিক দেশতথ্য//এস//
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post