Print Date & Time : 22 August 2025 Friday 2:24 pm

পদত্যাগ করলেন পবিপ্রবির ভিসি ও ট্রেজারার

রাকিবুল ইসলাম তনু,পটুয়াখালী : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত এবং ট্রেজারার প্রফেসর মোহাম্মদ আলী পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার (২২ আগস্ট) রাত ১১টায় তাদের উভয়ের পদত্যাগপত্র গণমাধ্যম কর্মীদের হাতে আসে এবং তাঁরা অপরাহ্নে ত্যাগ করেন।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব বরাবর লিখিত পদত্যাগ পত্রে প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত উল্লেখ করেন তিনি ব্যক্তিগত ও পারিবারিক প্রয়োজনে ভাইস চ্যান্সেলর পদ থেকে পদত্যাগ করলেন।অপরদিকে প্রফেসর মোহাম্মদ আলী উল্লেখ করেন তিনি ব্যক্তিগত কারণে ট্রেজারার পদ থেকে পদত্যাগ করলেন।

উল্লেখ্য, প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত গত ২১ মে,২০২১ থেকে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করছিলেন।