Print Date & Time : 13 September 2025 Saturday 9:39 pm

পদত্যাগ প্রসঙ্গে নঈম নিজামের বিবৃতি

সম্পাদক পর্ষদের সদ্য পদত্যাগী সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম গতকাল বুধবার একটি বিবৃতি দিয়েছেন। ওই বিবৃতিতে তিনি বলেছেন, পরস্পরের ঐক্য ধরে রাখার জন্য ইতিবাচক অবস্থান নিয়ে কাজ করতে চেয়েছিলাম। কঠিন বাস্তবতা হলো এই যে, সরকারের বিরুদ্ধে মাঝে মাঝে বিবৃতি প্রদান ছাড়া সম্পাদক পর্ষদ আর কোন কিছু নিয়ে কাজ করছে না।

সম্পাদকদের একটি প্রতিষ্ঠান শুধুমাত্র সরকার বিরোধী ভাব নিয়ে চলতে পারে না। এই পরিষদ পেশার মান উন্নয়নে ভূমিকা রাখতে পারছে না। শুধুমাত্র সভাপতির ব্যক্তিগত ইচ্ছায় প্রতিষ্ঠান চলছে।

প্রথম আলো, ডেইলি স্টারের স্বার্থ রক্ষা সম্পাদক পর্ষদের কাজ হতে পারে না। এই সব তৎপরতা মিডিয়ার জন্য মঙ্গল বয়ে আনতে পারে না। কোন অপরাধ প্রমানের আগে কোন মিডিয়া মালিকের বিরুদ্ধে সংবাদ পরিবেশন কোনোভাবেই গ্রহনযোগ্য নয়। এই ব্যাপারে বারবার বলার পরও তিনি নিজের অবস্থান থেকে সরেননি। বিধায় সম্পাদক পরিষদ থেকে সরে দাঁড়ানো ছাড়া বিকল্প ছিলো না।