নিজস্ব প্রতিবেদক: পদ্মা ব্যাংক প্রথমবারের মত শাখা মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা (ব্যামেলকো) সম্মেলন আয়োজন করেছে।
৬ মে শনিবার ঢাকার গুলশানস্থ পুলিশ প্লাজা কনভেনশন সেন্টারে দিনব্যাপী “ব্যামেলকো কনফারেন্স-২০২৩” শীর্ষক এই আড়ম্বরপূর্ণ আয়োজনে ব্যাংকের সকল শাখার ব্যামেলকোবৃন্দ, উপ-শাখাসমূহের অ্যামেলকোগণ, কর্পোরেট প্রধান কার্যালয়ের সব বিভাগীয় প্রধানগণ, ব্যাংকের এএমএল ও সিএফটি কেন্দ্রীয় পরিপালন কমিটি এবং সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সকল উর্ধ্বতন কর্মকর্তাগন সহ সর্বমোট ১২০ জন অংশগ্রহণ করেন।
সন্মেলনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এর প্রধান মোঃ মাসুদ বিশ্বাস।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পদ্মা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তারেক রিয়াজ খান, উপব্যবস্থাপনা পরিচালক ও সিআরও ফয়সাল আহসান চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক ও সিবিও মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন ও পদ্মা ব্যাংকের ক্যামেলকো সৈয়দ তৌহিদ হোসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএফআইইউ এর অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মহসিন হোছাইনী।
ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তাঁর স্বাগত বক্তব্যে মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধের বিভিন্ন দিকের উপর আলোকপাত করেন এবং সংশ্লিষ্ট ঝুৃঁকি ব্যবস্থাপনা ও প্রশমনে রিপোর্ট প্রদানকারী সংস্থা হিসেবে পদ্মা ব্যাংকের দৃঢ় অবস্থান ব্যক্ত করেন।
সন্মেলনের দ্বিতীয় ও তৃতীয় পর্বে মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধের উপর চারটি বিষয়ভিত্তিক সেশন অনুষ্ঠিত হয়। সেশন চারটি পরিচালনা করেন বিএফআইইউ এর অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মহসিন হোছাইনী এবং উপ-পরিচালক মোঃ আশরাফুল আলম। সর্বশেষে প্রশ্নোত্তর পর্ব ও ক্যামেলকো এর ধন্যবাদসূচক বক্তব্যের মাধ্যমে সন্মেলনটির সমাপ্তি টানা হয়।
দৈনিক দেশতথ্য//এসএইচ//
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post