কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ার কুমারখালীতে রেললাইনের ওপর পড়ে থাকা সেই অজ্ঞাত তরুণীর মরদেহের পরিচয় পাওয়া গেছে।
তাঁর নাম শাম্মী আক্তার ওরফে সামিয়া (২০)। তিনি কুমারখালী পৌরসভার ৫ নং ওয়ার্ডের শেরকান্দি এলাকার সাইদুল ইসলামের মেয়ে। তিনি টিকটক ভিডিও তৈরি করতেন । মরদেহটি শনাক্ত করেছেন ওই তরুণীর চাচা মো.আনোয়ার হোসেন ও ছোট বোন সাদিয়া খাতুন।
রোববার দুপুরে এতথ্য নিশ্চিত করেছেন পোড়াদহ রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এস আই) তন্ময় ভট্টাচার্য। তিনি বলেন, ‘নিহত ব্যক্তির নাম শাম্মী আক্তার। আজ দুপুরে তাঁর চাচা ও ছোট বোন মরদেহটি শনাক্ত করেছেন। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মামলা নম্বর ২৮।
এর আগে গত শনিবার রাত সোয়া নয়টার দিকে উপজেলার সদকী ইউনিয়নের দড়ি মালিয়াট এলাকার রেললাইনের ওপর থেকে তরুণীর মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল করে মর্গে পাঠায় পুলিশ।
নিহতের মা হাসিনা খাতুন বলেন, ‘ গত শনিবার সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার সদকী ইউনিয়নের দড়ি মালিয়াট গ্রামের ফুফু মোছা. কাঞ্চন খাতুনের বাড়িতে যাওয়ার কথা বলে নিজ বাড়ি থেকে সে বের হয়েছিল। কিন্তু রাত আটটা পর্যন্ত আর বাড়ি ফিরে না আসায় খোঁজাখুজি শুরু করি। এর পর সকালে একটা লাশ উদ্ধারের খবর শুনে কুষ্টিয়া মর্গে যায়। মর্গে গিয়ে মেয়ের ক্ষত বিক্ষত লাশ পাই।’
তিনি আরো বলেন, ‘ আমার মেয়ে আত্মহত্যা করতে পারেনা। আত্মহত্যা করার মত কোনো কারণ নেই। মেয়েকে হত্যা করা হয়েছে।’
তবে নিহতের ফুফু মো. কাঞ্চন খাতুন বলেন, ‘ শনিবার সামিয়া আমাদের বাড়িতে যায়নি। রাতে আমাদের বাড়ি থেকে আধা কিলোমিটার দুর থেকে এক লাশ পাওয়ার খবর শুনেছিলাম।’
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত শনিবার রাত সাড়ে ৮ টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী রেললাইনের কুমারখালীর সদকী ইউনিয়নের দড়ি মালিয়াট গ্রামের সিএমবি রেলগেট এলাকায় একটি মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেন তাঁরা।
কুমারখালী পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর এস এম রফিক বলেন, ‘ মেয়েটি আমার এলাকার। তিনি টিকটক ভিডিও তৈরির কাজ করতেন বলে জানা গেছে। তবে তাঁর মৃত্যু রহস্যজনক। সঠিক তদন্ত হলে প্রকৃত ঘটনা বের হয়ে আসবে।’
পোড়াদহ রেলওয়ে থানার ওসি মো. ইমদাদুল হক বলেন, ‘ খবর পেয়ে রাতে অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’
দৈনিক দেশতথ্য//এসএইচ//
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post