Print Date & Time : 5 July 2025 Saturday 8:54 pm

পরিবেশগত প্রভাব নিরুপণে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিনিধি: কুষ্টিয়ায় পরিবেশগত প্রভাব নিরুপণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মুসতানজীদ মেডিসিটির উদ্যোগে ও কিমিয়া এনভাইরোকেয়ার ইঞ্জিনিয়ারিং এর সহযোগিতায় বুধবার সকালে শহরেরর কোর্টপাড়াস্থ মুসতানজীদ মেডিসিটিতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মুসতানজীদ মেডিসিটির চেয়ারম্যান কুষ্টিয়া মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডাঃ এস এম মুসতানজীদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা প্রেসক্লাবের সভাপতি তারিকুল হক তারিক, কুষ্টিয়া চেম্বারের সাবেক পরিচালক শহীদ মুসা মঞ্জু, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান মঞ্জু, কিমিয়া এনভাইরোকেয়ার ইঞ্জিনিয়ারিং এর প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী আরিফুল হক মোল্লা, কুষ্টিয়া পৌরসভার সাবেক প্রকৌশলী রফিকুল ইসলাম, মুসতানজীদ মেডিসিটির চীফ কো-অর্ডিনেটর রেজাউল করিম, মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন, আমিন হাসপাতালের সহকারী পরিচালক শাহানাজ পরভীন প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডাঃ এস এম মুসতানজীদ বলেন, পরিবেশের ভারসাম্য বজায় রেখে স্বল্প খরচে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।
অনুষ্ঠানটি পরিচালনা করেন কিমিয়া এনভাইরোকেয়ার ইঞ্জিনিয়ারিং এর মাকের্টিং ম্যানেজার মোমতাহাচুর রহমান সবুজ।