Print Date & Time : 11 September 2025 Thursday 11:29 pm

পরীক্ষার মাধ্যমে জাতীয় মেধাক্রম করা হবে: কুষ্টিয়ায় শিক্ষা মন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন- আগামী বছর থেকে একটিমাত্র পরীক্ষা নিয়ে জাতীয় মেধাক্রম তৈরির মাধ্যমে বিশ্ববিদ্যালয় ভর্তি করা হবে।

এবার গুচ্ছ পদ্ধতিতে কিছু সমস্যা ও সীমাবদ্ধতা ছিল স্বীকার করে শিক্ষামন্ত্রী বলেন আগামীতে এসব সমস্যা কাটিয়ে ওঠা হবে। বুধবার দুপুর বারোটায় কুষ্টিয়ার দৌলতপুর কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান মেলা উদ্বোধন করে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।

এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী আরো বলেন- র‍্যাগিং সামাজিক সমস্যা। সমন্বিত উদ্যোগে এর বিরুদ্ধে একটি সংস্কৃতি গড়ে তুলতে হবে। এজন্য তিনি গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আ কা ম সরওয়ার জাহান বাদশাহ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মশিউর রহমান বক্তব্য দেন। বিজ্ঞান মেলায় ১৮টি কলেজ অংশ নিচ্ছে।

খালিদ সাইফুল,দৈনিক দেশতথ্য ,১৫ মার্চ ২০২৩