জাতীয় শোক দিবস উপলক্ষে পাঁচ শতাধিক দুস্থ মানুষকে ত্রাণ হিসেবে খাদ্য সামগ্রী দিয়েছে মা মনি দুস্থ নারী ও প্রতিবন্ধী শিশু কল্যান সংস্থা। আজ শুক্রবার (১০ সেপ্টম্বর ২০২১) বিকেলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১৫ নং ওয়ার্ডের কমিশনারের ধানমন্ডিস্থ কার্যালয়ের সামনে এই ত্রাণ বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা ১০ আসনের সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ১৫ নং ওয়ার্ডের কমিশনার রফিকুল ইসলাম বাবলা, ১৪,১৫ ও ১৮ ওয়ার্ডের কমিশনার মিসেস শিরিন গফফার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মা মনি দুঃস্থ নারী ও প্রতিবন্ধি শিশু কল্যাণ সংস্থার চেয়ারম্যান কাজী খুরশিদা খান। ওই অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলয়াতের পর জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের মৃত সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
সংস্থাটির চেয়ারম্যান কাজী খুরশিদা খান জানান, দুস্থ মানুষের কল্যাণে ২০১০ সালে সংস্থাটি প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠার পর থেকেই এই সংস্থাটি পথ শিশুদের স্বাক্ষরতা নিয়ে কাজ শুরু করে। তারা অসহায় নারীদের পাশে থেকে স্বাবলম্বী হতে সহযোগীতা দেয়। প্রতি বছর শীতের সময় অসহায়দের মাঝে শীত বস্ত্র বিতরণ করে।
করোনা কালীন সময়ে ১৩ ,১৪ ও ১৫ নং ওয়ার্ডের মানুষের মাঝে করোনা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি মূলক প্রচারাভিযান মাস্ক বিতরণ করেছে। মাস ব্যাপী অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে।
প্রিন্ট করুন
Discussion about this post