শেখ নাদীর শাহ্,পাইকগাছা(খুলনা) প্রতিনিধি:পাইকগাছায় ক্ষেত থেকে তরমুজ চুরি করে পালানোর সময কিশোর আটকের ঘটনায় ক্ষেত মালিক দম্পতিকে মারপিটের ঘটনায় থানায অভিযোগ হয়েছে। আহতদের পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (৬ মে) ভোরে উপজেলার চাঁদখালীর ধামরাইল গ্রামে।
ঘটনার শিকার ধামরাইলের রওনকউজ্জামান লিখিত অভিযোগে জানান, চলতি মৌসুমে তিনি ধামরাইল স্কুল সংলগ্ন প্রায় ৪ বিঘা জমিতে তরমুজ চাষ করেছেন। তবে ক্ষেত থেকে প্রায়ই তরমুজ চুরি হয়ে থাকে। এ ঘটনায় তিনি কয়েকদিন দূর থেকে পাহারায় ছিলেন। এক পর্যায়ে শুক্রবার ভোরে রকিবুল ও রাসেল গাজী নামে দু’ কিশোর ক্ষেত থেকে তরমুজ চুরি করে পালানোর চেষ্টা করে। এ সময় তাড়া করে তরমুজসহ রাকিবুল নামে একজনকে হাতে নাতে আটক করা হয়।
এরপর আটক রাকিবুলের পরিবারের সদস্য মফেজ গাজী ও তার ছেলেরা একযোগে তাদেও উপর হামলা করে রাকিবুলকে ছিনিয়ে নিয়ে উল্টো তাকে লাঠিসোঁটা দিয়ে মারপিট করে। এ সময় তার স্ত্রী ঠেকাতে গেলে তারা তাকেও মারপিট করে আহত করে। ঘটনার পর তাদেরকে উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নেওয়া হয়েছে। এ ঘটনায় রওকউজ্জামান বাদী হয়ে মফেজ ও হানিফ গাজী দিংদের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ করেছেন।
এব্যাপারে পাইকগাছা থানার ওসি (তদন্ত) ইন্সপেক্টর মোঃ রফিকুল ইসলাম বলেন, অভিযোগের বিষয়ে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post