খুলনার পাইকগাছায় ভূমি আপীল বোর্ডের চেয়ারম্যান ড.অমিতাভ সরকারের সাথে সুধী জনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৮জুন) বেলা ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ভূমি আপীল বোর্ডের চেয়ারম্যান (সরকারের সচিব) ড.অমিতাভ সরকার।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার হকের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু ।
বক্তব্য রাখেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, জেলা প্রশাসক (অতিরিক্ত) এস এম মনিরুজ্জামান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, আইনজীবী সমিতির সভাপতি অজিত কুমার মন্ডল, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, রিপন কুমার মন্ডল, পাইকগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দিন আহমেদ, মুক্তিযোদ্ধা রনজিৎ কুমার সরকার।
এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীরসহ অন্যান্যরা প্রধান অতিথিকে ফুলের শুভেচ্ছা জানান।
এবি//দৈনিক দেশতথ্য//জুন ৯,২০২২//
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post