Print Date & Time : 23 August 2025 Saturday 10:55 am

পাইকগাছায় ভ্যান মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

শেখ দীন মাহমুদ,খুলনা প্রতিনিধি:

খুলনার পাইকগাছায় শিববাটি ব্রীজ সংলগ্ন ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ৩ জন নিহত হয়েছে। বুধবার (৫ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শিববাটি ব্রীজ এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে।

যদিও নিহতদের মধ্যে ভ্যান চালক ইসমাইলের নাম জানা গেলেও অপর দু’ জনের নাম পরিচয় জানা যায়নি।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুর রহমান জানান, বুধবার সকালে একটি খালি ভ্যান কয়রা থেকে পাইকগাছা অভিমুখে আসছিল। ভ্যানটি উপজেলার শিববাটি ব্রীজ এলাকায় পৌঁছালে বিপরীতমুখী দ্রুতগতির একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ভ্যানচালকসহ দু’ মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।

সোহাগ//জুন ০৫,২০২৪//