Print Date & Time : 12 September 2025 Friday 10:09 pm

পাইকগাছায় শেখ রাসেল দিবস উদযাপিত

খুলনার পাইকগাছায় পুষ্প্যমাল্য অর্পণ, বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইজ প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণীসহ নানা আয়োজনে শেখ রাসেল এর ৫৯ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

উপজেলা প্রসাশসনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনসহ বিভিন্ন প্রতিষ্ঠান এসব কর্মসূচী পালন করে। দিবসটি পালনে সকাল ৯টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ঢাকা থেকে সরাসরি জাতীয় দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর সম্প্রচার অনুষ্ঠান শেষে কেক কাটা হয়।

এতে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন, পাইকগাছা পৌরসভার মেয়র সেলিম জাহাঙ্গীর। উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিহাব উদ্দিন ফিরোজ বুলু, পাইকগাছা সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মিহির বরন মন্ডল, ওসি (তদন্ত) রফিকুল ইসলাম, উপজেলা তথ্যপ্রযুক্তি কর্মকর্তা মৃদুল কান্তি দাস। এসময় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাজাহান আলী শেখ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস,পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা জয়ন্ত ঘোষ, প্রভাষক মাসুদুর রহমান মন্টু, প্রধান শিক্ষক আঃ খালেকসহ অন্যান্যরা।

এছাড়া দিবসে সারাদেশের ন্যায় ভার্চুয়্যালী যুক্ত থেকে পাইকগাছার বিভিন্ন প্রতিষ্ঠানে স্থাপিত শেখ রাসেল ডিজিটাল ল্যাবের শুভ উদ্ভোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এবি//দৈনিক দেশতথ্য//অক্টোবর ১৯,২০২২//