Print Date & Time : 12 September 2025 Friday 8:02 pm

পাইকগাছায় সড়ক সংস্কার কাজের উদ্বোধন

পাইকগাছার জনগুরুত্বপ‚র্ণ নুনিয়াপাড়া আমুরকাটা সড়ক সংস্কার কাজ শুরু হয়েছে। শনিবার (৪ জুন)  সকালে সংস্কার কাজের উদ্বোধন করেন, স্থানীয় সোলাদানা ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান গাজী।

উল্লেখ্য, সোলাদানা ইউনিয়নের নুনিয়াপাড়া আমুরকাটা বাজার অভিমুখে সড়কটির সংস্কারের অভাবে জরাজীর্ণ হয়ে পড়ে। সড়কের দু’পাশের মাটি ধ্বসে এবং ইট ছিটকে গিয়ে চলাচলের অনুপোযোগী হয়ে পড়ে।

অবশেষে ইউনিয়ন পরিষদের আওতাধীন ৪০ দিনের কর্ম সৃজন প্রকল্পের ১৭০ জন শ্রমিক দিয়ে রাস্তার দু’পাশের মাটি ভরাটের কাজ শুরু করেছেন ইউপি চেয়ারম্যান। ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান গাজী দলীয় নেতাকর্মী এবং স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে নিজেই সংস্কার কাজ করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগনেতা রবীন্দ্রনাথ রায়, দীলিপ ঢালী, গোলক বিহারী মন্ডল, পঞ্চানন সানা, শিবপদ মন্ডল, ইউপি সদস্য শেখর ঢালী, নাছিমা খাতুন, ছাত্রলীগনেতা রমজান সরদার, নারায়ন সানা, মনোরঞ্জন সানা, জলধর মন্ডল ও লঘুনাথ ঢালী।

আর//দৈনিক দেশতথ্য//৫ জুন-২০২২//