খুলনার পাইকগাছায় বিষপানে জিৎ মন্ডল (১৬) নামে দশম শ্রেণিতে পড়–য়া এক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। জিৎ উপজেলার উপজেলার লস্কর ইউনিয়নের খড়িয়ার অকাইবাসিয়া গ্রামের গৌবিন্দ মন্ডলের একমাত্র ছেলে। স্থানীয়রা জানান, শনিবার (২৯ অক্টোবর) সকাল ১১ টার দিকে সে স্থানীয় খড়িয়া বাইনতলা বাজারে গিয়েছিল। বাজার থেকে ফেরার সময় পথিমধ্যে সে একটি গাছের নিচে কিছুক্ষণ বসেছিল। ধারণা করা হচ্ছে, ওই সময় কোন কারণে সে বিষপান করে থাকতে পারে।
এদিকে তার বিষপানের খবরে গুরুতর অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর মৃত্যু হয় তার। ঘটনার শিকার জিতের প্রতিবেশি সাবেক ইউপি সদস্য প্রকাশ চন্দ্র মন্ডল বলেন,
তার জানামতে জিৎ খুবই ভালো ছেলে ছিল। এমনকি কারোর সাথে কখনো তাকে
ঝগড়া-বিবাদ করতে দেখা যায়নি।
অপর একটি সূত্র জানায়, গতকাল জিৎ এর মায়ের একটি স্কুলে চাকুরী হয়েছে। সবাই সেই আনন্দে ব্যস্ত ছিল তখনই সে এঘটনা ঘটায়। সূত্র দাবি করছে, অতিরিক্ত মোবাইলে আসক্তির কারণে জিৎকে বকাঝকা করায় অভিমানে সে বিষপান করে থাকতে পারে।
এ ব্যাপারে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউর রহমান জানান,
প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে আত্নহনন করতে পারে
সে।
জা// দৈনিক দেশতথ্য// ২৯ অক্টোবর, ২০২২//
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post