Print Date & Time : 14 September 2025 Sunday 12:58 am

পাইকগাছারঅজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার

শেখ নাদীর শাহ্,পাইকগাছা(খুলনা):

খুলনার পাইকগাছার বাঁকা ব্রিজের নিচ থেকে ৬ মাস বয়সি এক অজ্ঞাত শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (০৯ জুলাই) সকালে উপজেলার রাড়ুলী ইউনিয়নের বাঁকা ব্রিজের নিচে স্থানীয়রা অজ্ঞাত ওই শিশুটির লাশ পড়ে থাকতে দেখে থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ লাশটি উদ্ধার করে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অবৈধ সম্পর্কের জেরে ওই শিশুটি জন্ম নিলে কে বা কারা ওই শিশুটিকে ফেলে রেখে যায়।

এব্যাপারে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ
(ওসি) মোঃ রফিকুল ইসলাম জানান, রোববার সকালে উপজেলার রাড়ুলী ইউনিয়নের বাঁকা ব্রিজের নিচে ওই শিশুটির মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়। তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে পুলিশ লাশটি উদ্ধার করে। তবে কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে তা না জানাযায়নি। তবে শিশুটির পরিচয় শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, শিশুটির মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ডিএনএ পরিক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সর্বশেষ শিশুটির লাশের ময়নাতদন্ত শেষে দুপুরেই আনজুমান মফিদুলের সহায়তায় দাফন সম্পন্ন হয়েছে।

দৈনিক দেশতথ্য// এইচ//