শেখ দীন মাহমুদ,পাইকগাছা(খুলনা) ॥ খুলনার পাইকগাছায় ফের করোনা উপসর্গে মৃত ব্যক্তির সৎকারে এগিয়ে আসেনি স্বজনদের অনেকেই। একমাত্র ছেলেও গাঢাকা দেয় সৎকারে নিজে করোনা আক্রান্তের ভয়ে। পাড়াময় আতংক ছড়িয়ে পড়লে মৃতদেহ পড়ে থাকে দীর্ঘক্ষণ। ঘটনাটি ১২ জুলাই উপজেলার বাঁকার ঘোষপাড়ার।
ঐ এলাকার মৃত উপেন্দ্র ঘোষের ছেলে গোপাল চন্দ্র ঘোষ। বেশ কিছুদিন ধরে করোনার উপসর্গ জ্বর ও শ্বাস কষ্ঠ নিয়ে বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। এক পর্যায়ে ১২ জুলাই রাত আনুমানিক সাড়ে টার দিকে তব্রি জ্বর ও শ্বাস কষ্ট নিয়ে মৃত্যু হয় তার।
এদিকে গোপালের মৃত্যুতে পাড়াময় করোনা আতংক ছড়িয়ে পড়ে। সৎকার তো দূরের কথা মৃতদেহের পাশে যেতে ভয় পাচ্ছিলেন পরিবার ও পাড়ার লোকেরা। এমনকি গোপালের একমাত্র ছেলেও গাঢাকা দেয়। একপর্যায়ে লোকজনের চাপে দীর্ঘক্ষণ পরে হলেও ছেলের দেখা মেলে বাবার মৃতদেহের পাশে।
তবে সব আতংক ভুলে দঃসময়ে পাড়ার ডা: প্রান্ত ঘোষ, নিখিল চন্দ্র ঘোষ, রিপন ঘোষ,বিপ্লব ঘোষ (বৈদ্য) মনোতোষ ঘোষসহ এক দল সাহসী যুবক এগিয়ে আসেন গোপালের মৃতদেহের সৎকারে। রাত আনুমানিক ১২ টার দিকে ছেলেকে নিয়ে মৃতদেহের সৎকারে যান শ্মশানের দিকে। সেখানে স্থানীয় শিবু ঘোষের নেতৃত্বে সৎকার সম্পন্ন হয় ভোর ৬ টার দিকে।