খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনির তালতলা নাছিরপুর খাল খনন কার্যক্রমের শুভ উদ্বোধন করেছেন খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) র’ সংসদ সদস্য আলহাজ্জ্ব মো: আক্তারুজ্জামান বাবু।
এসময় তিনি বলেন, আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। বর্তমান সরকারের দেশব্যাপী ধারাবাহিক উন্নয়নের অংশ হিসেবে তার নির্বাচনী এলাকায় অভূতপূর্ব উন্নয়ন হচ্ছে। তিনি বলেন, প্রকল্পটি বাস্তবায়ন হলে বিস্তীর্ণ অঞ্চলের পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নতি ও কৃষি ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখবে।
মৎস্য অধিদপ্তরের সাসটেইনেবল কোস্টাল এ- মেরিন ফিশারিজ প্রকল্পের আওতায় সালতা নদীর নাছিরপুর তালতলা স্লুইচ গেট থেকে কপোতাক্ষ পর্যন্ত ৯ কি:মি: খাল খনন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা মৎস্য অধিদপ্তর পাইকগাছা।
জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব কুমার পালের সভাপতিত্বে ও পাইকগাছা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাশের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপ-পরিচালক সরোজ কুমার মিস্ত্রী, পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, কপিলমুনি কলেজ অধ্যক্ষ মো: হাবিবুল্ল্য বাহার, কপিলমুনি ইউপি চেয়ারম্যান মোঃ কওছার আলী জোয়াদ্দার, লতা ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, কপিলমুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা জি.এম আ: রাজ্জাক রাজু, আ’লীগ নেতা যুগোল কিশোর দে, শেখ ইকবাল হোসেন খোকন, আজিজুল হাকিম, ছাত্রলীগ নেতা আজমল হোসেন বাবু, ইমরান হোসেনসহ অন্যান্যরা।
এবি//দৈনিক দেশতথ্য//এপ্রিল ২১,২০২২//
প্রিন্ট করুন
Discussion about this post