Print Date & Time : 6 July 2025 Sunday 3:53 am

পাইকগাছার ২’শ কর্মহীন বাস শ্রমিককে খাদ্য সহায়তা প্রদান

শেখ দীন মাহমুদ,পাইকগাছা(খুলনা) ॥ করোনার বিস্তার রোধে সরকার ঘোষিত চলমান লকডাউনে কর্মহীন হয়ে পড়া পাইকগাছার বাস শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন । মঙ্গলবার (১৩ জুলাই) সকালে পৌরসভার সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলার সর্বোমোট ৪শ’ বাস শ্রমিকের মধ্য থেকে ২শ শ্রমিকের মাঝে চাল, ডাল, তেল, লবণ ও আটাসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

বাকি ২০০ জনকে বুধবার (১৪ জুলাই) এ খাদ্য সহায়তা প্রদান করা হবে বলেও জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবল মন্টু, সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহরিয়ার হক, ভাইস চেয়ারম্যান শিহাব উদ্দীন ফিরোজ বুলু, সেনাবাহিনীর সার্জেন্ট আরিফুজ্জামান, বাস মালিক সমিতির সভাপতি শেখ হারুনুর রশিদ হিরু, সম্পাদক শেখ জাহিদুর রহমান।