শেখ দীন মাহমুদ,পাইকগাছা(খুলনা) প্রতিনিধি ॥ শারদীয় দুর্গাপূজা-২০২১ উপলক্ষে পাইকগাছা থানা পুলিশের উদ্যোগে দায়িত্বপ্রাপ্ত অফিসার ও ফোর্সের মাঝে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ে এক ব্রিফিং অনুষ্ঠিত হয়।
সোমবার (১১ অক্টোবর) সকালে পাইকগাছা থানা চত্ত্বরে অনুষ্ঠিত ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন, পাইকগাছা থানা অফিসার ইনচার্জ মো: জিয়াউর রহমান। প্রধান অতিথি ছিলেন, সিনিয়র সহকারি পুলিশ সুপার, ডি-সার্কেল, খুলনা সাইফুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন, পাইকগাছা থানার এস আই, এ এস আই, ও বিভিন্ন ইউনিট থেকে আগত পুলিশ সদস্য বৃন্দ।
প্রধান অতিথি থানার অফিসার ও ফোর্সের প্রতি দিকনির্দেশনা মুলক বক্তব্য রাখতে গিয়ে বলেন, সরকারী নির্দেশনা মেনে ধর্মীয় অনুষ্ঠান করতে হবে, কোন দর্শনার্থীর সাথে কোন প্রকার খারাপ ব্যবহার করা যাবে না, প্রত্যেকের সাথে ভালো ব্যবহার করতে হবে, পূজায় কোন প্রকার আতশবাজি ব্যবহার করা যাবে না, প্রতি দুর্গামন্দিরে একটি রেজিষ্টার থাকতে হবে। এছাড়া রাত ৯ টার মধ্যে পূজার সকল প্রকার অনুষ্ঠান শেষ করতে হবে বলেও নির্দেশনা প্রদান করেন তিনি।