শেখ দীন মাহমুদ,পাইকগাছা(খুলনা) প্রতিনিধি ॥ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ও সিপিপি’র ৫০ বছর পুর্তি উপলক্ষে পাইকগাছায় এক অঅলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, খুলনা-৬ (পাইকগাছা -কয়রা) সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু। প্রভাষক ময়নুল ইসলামের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস।
বক্তব্য রাখেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন, উপজেলা প্রোকৌশলী হাফিজুর রহমান, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, আনছার ভিডিপি কর্মকর্তা আশালতা বেগম, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ, নুরে, সাবেক প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলি, শামিম আহসান, এমএম আজিজুল হাকিম, কে,ডি,বাবু, সিপিপির স্বেচ্ছাসেবক গৌতম রায়, জুলি শেথ, রায়হান পরভেজ রনি, মাহাবুবুর রহমান নযনসহ অন্যান্যরা।

Discussion about this post