Print Date & Time : 27 August 2025 Wednesday 11:55 pm

পাইকগাছায় ওষুধ নিয়ে বাড়ি ফেরা হলনা কাশেমের

শেখ দীন মাহমুদ,পাইকগাছা(খুলনা) প্রতিনিধি॥ পাইকগাছায় ওষুধ কিনতে বাজারে গিয়ে বাড়ি ফেরা হলনা আবুল কাশেমের (৬৫)। পথিমধ্যে মোটর সাইকেলের ধাক্কায় বাইসাইকেল থেকে পড়ে নিহত হন তিনি। তিনি উপজেলার গদাইপুর ইউনিয়নের মৃত ফুলচান বিশ্বাসের ছেলে।

প্রতক্ষদর্শী ও পারিবারিক সূত্র জানায়, বুধবার (৪ আগস্ট) বেলা সাড়ে ১১ টার দিকে ওষুধ কিনতে বাইসাইকেলযোগে বোয়ালিয়া মোড়ের ফার্মেসীতে যান। পথিমধ্যে ফার্ম্মেসীতে পৌছানোর আগেই গোপালপুরের নূরুজ্জামানের ছেলে হৃদয়ের মোটর সাইকেলের ধাক্কায় সাইকেল থেকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

তবে এ ঘটনায় থানায় কারো বিরুদ্ধে কোন অভিযোগ না হওয়ায় এবং নিহতের মেয়ে শিউলির আবেদনের প্রেক্ষিতে হাসপাতালে লাশের সুরোতহাল রিপোর্টের তথ্য দিয়ে থানা ইন্সপেক্টর স্বপন কুমার রায় বলেন, নিহতের লাশের ময়না তদন্ত না করে তার পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

এব্যাপারে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) এজাজ শফী জানান, নিহতের পরিবারের পক্ষে কোন অভিযোগ না থাকায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর অনুমতি সাপেক্ষে লাশ দাফনের অনুমতি দিয়েছেন।