শেখ দীন মাহমুদ,পাইকগাছা(খুলনা) ॥ খুলনার পাইকগাছায় অভাবের তাড়না সহ্য করতে না পেরে আত্মহত্যার মাধ্যমে পৃথিবীকে বিদায় জানালো ১৮ বছরের যুুবক রাকিব। ঘটনাটি ঘটে শুক্রবার রাতে উপজেলার পূর্ব গোপালপুর এলাকায়।
এলাকাবাসী জানায়, রাকিব ঐ গ্রামের আঃ আজিজ গাজীর ছেলে। সংসারের একমাত্র উপার্জনক্ষম পিতা আজিজের করোনাকালে দীর্ঘ দিন ধরে কোন রোজগার ছিলনা। সংসারও চলছিলনা। রাকিব নিজেও বিভিন্ন জায়গায় কাজের জন্য গেলেও তাকে কেউ কাজ দেয়নি। এক পর্যায়ে বিকারগ্রস্ত হয়ে পড়ে সে।
রাকিবের মা জানান, মৃত্যুর আগে গোস্ত খেতে চেয়েছিল। তবে তাদের সমর্থ হয়নি ছেলেকে এক টুকরো গোস্ত কিনে খাওয়াতে।
যেখানে নিয়মিত শাক-সব্জি জোটেনা সেখানে গোস্ত কিনবেন কিভাবে? এমন প্রলাপ উঠে আসে তার মায়ের আহাজারিতে।
এলাকাবাসী জানায়, তারা অভাবে থাকলেও লোকলজ্জায় কোনদিন কারো কাছে হাত পেতে কোন সাহায্য চায়নি। মমারাতœক আতœসম্মান নিয়ে চলতো ছেলেটি।
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post