শেখ দীন মাহমুদ,পাইকগাছা(খুলনা) ॥ পাইকগাছায় প্রাকৃতিক উৎস্য থেকে আহরিত বিপুল পরিমাণ চিংড়ি পোনা জব্দ ও তা করা নদীতে অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার (১৩ জুলাই) সকালে কয়েকজন এলাকার বিভিন্ন নদ-নদী থেকে আহরিত এসব চিংড়ি পোনা সংগ্রহ করে ড্রাম ভর্তি পোনা ৩টি নছিমন (ইঞ্জিন চালিত ভ্যান) যোগে সরবরাহ করছিল।
এ সময় খবর পেয়ে পাইকগাছা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস জিরোপয়েন্ট এলাকায় বিপুল পরিমাণ এ চিংড়ি পোনা জব্দ করেন। পরে জব্দকৃত পোনা শিবসা নদীতে অবমুক্ত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সহকারী মৎস্য অফিসার এসএম শহীদুল্লাহ, ম্যাকানিক মঞ্জুরুল ইসলাম ও মৎস্য আড়ৎদারী সমিতির সভাপতি স ম আব্দুল জব্বার।