Print Date & Time : 7 July 2025 Monday 3:46 am

পাইকগাছায় চিরকুট লিখে ব্যবসায়ীর আত্মহত্যা

খুলনার পাইকগাছায় চিরকুট লিখে বাদশা শিকারী (৬৭) নামে এক ঘের ব্যবসায়ী আত্মহত্যা করেছে।

সে উপজেলার লস্কর ইউনিয়নের লক্ষীখোলা গ্রামের মৃত নাছির শিকারীর ছেলে।

মঙ্গলবার (০৮ আগস্ট) দুপুরের পর কোন এক সময় তার বড় ভাই নান্টু শিকারীর পরিত্যক্ত কাঠের ঘরের আড়ায় রশিতে ঝুলে তিনি আত্মহত্যা করেন।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, মৃত্যুর আগে তিনি পকেটে চিরকুট লিখে রাখেন। যাতে লেখাছিল তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। সবাইকে তার সন্তানদের দেখে রাখতেও লেখেন তিনি।

স্থানীয়দের ধারণা, দীর্ঘদিন যাবত তিনি চিংড়ির ঘের করে আসছিলেন। তবে কয়েক বছরের অব্যাহত লোকসানের মুখে ব্যাপক আর্থিক ক্ষতিগ্রস্থ হয়ে ঋণের দায়ে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।

এব্যাপারে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, মঙ্গলবার রাত ১০ টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল রিপোর্ট প্রস্তুত শেষে ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

দৈনিক দেশতথ্য//এইচ//