শেখ দীন মাহমুদ,পাইকগাছা(খুলনা) ॥ খুলনার পাইকগাছা থানায় এবার ওয়ারেন্টেভুক্ত আসামীদের নামের তালিকা ঝুলিয়ে দেওয়া হল জনসম্মুখে। থানা ওসির যোগদানের পর থেকে একের পর এক ব্যতিক্রমী সব সিদ্ধান্তের ধারাবাহিকতায় এঘটনা আসামী শনাক্তে বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।
মঙ্গলবার (১৩ জুলাই) সকালে পৌর সদরের দলিল লেখক সমিতি চত্ত্বরে ১১ নং বিট এলাকার ৩৬ জন ওয়ারেন্টভূক্ত আসামীর নামের তালিকা ঝুলিয়ে দেওয়ার মাধ্যমে কার্যক্রমের উদ্ভোধন করা হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পাইকগাছা থানার ওসি (অপারেশন) স্বপন রায় ও থানা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা।
বিশালাকৃতির প্যানায় আবদ্ধ তালিকায় সি,আর সাজা ও জি,আর মামলা, রিসিভ নম্বর, আসামীর নাম ও ঠিকানাসহ আদালতের নাম ও মামলা নম্বরসহ গুরুত্বপূর্ণ তথ্য সম্পৃক্ত করা হয়েছে।
যে কোন মামলায় আসামী সংক্রান্ত এ ধরণের উদ্যোগ এলাকায় এটিই প্রথম। এটি পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়ন এবং বিট এলাকায় টানানো হবে বলেও জানান, অফিসার ইনচার্জ (ওসি) এজাজ শফী।
উদ্যোগ প্রসঙ্গে ওসি এজাজ শফী জানান, এর মাধ্যমে কেউ কোন মামলায় ওয়ারেন্ট হয়েছেন এবং আদালতের নামসহ এ সংক্রান্ত তথ্য সংশ্লিষ্ট আসামী ও তাদের স্বজনদের দৃষ্টিগোচর হবে। এক্ষেত্রে আইনের প্রতি শ্রদ্ধাশীল অনেকেই গ্রেফতার ছাড়াই আদালতে উপস্থিত হতে পারবেন। এতে অনেক ক্ষেত্রে গ্রেফতার জটিলতা হয়রানি বহুলাংশে হ্রাস পাবে।